BLC(Blended Learning Center) তে কিছু সময় পরপর logout হয়ে যাচ্ছে? অথবা কিছু দিন পরে BLC তে visit করলে আবার login করা লাগছে?

এটা ঝামেলা মনে না হতে পারে। মনে করতে পারেন আবার login করে নিব। 1 second এর বেপার ই। কিন্তু এটা আপনার কিছু attention, time নিয়ে যাচ্ছে। অল্প অল্প করে অনেক time নস্ত হচ্ছে।

আপনি এটা automatic করে নিতে পারেন Browser extension এর মাধ্যমে। না আপনাকে আমি browser extension কিভাবে বানাতে হবে তা শিখে নিজে বানাতে বলছি। আমি কিছু দিন সময় দিয়ে এই problem এর জন্য Edge extension create করেছি।

BLC Auto Login - Edge store এটা free তে পেয়ে যাবেন। এই extension টি open-source . আপনি আপনার ইছা মত code review, change or কিভাবে এই extension কাজ করে তা জানতে পারবেন। সব কিছু free কারণ এটা hobby project. Pull request করতে পারবেন আমি টা review next version update করে দিবো।

Features

  • Toggle on/off
  • Auto login account
  • Dark theme
  • Mark as done
  • Open-source

Microsoft Edge store থেকে try করে দেকতে পারেন। নিছে সব link রয়েছে -

BLC Auto Login: https://microsoftedge.microsoft.com/addons/detail/blc-auto-login/cklmpfnelcdadbpoonlejongcfmkngjj
Source-code: https://github.com/biplobsd/blc-auto-login

Post date:
Read time: 1 min
Type: